বড়দিনের উৎসবের আগে রঘুনাথগঞ্জের মিয়াপুর বাজারে ঘটে গেল এক বড়সড় অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতে বাজারের একটি নামী কাপড়ের দোকানে আচমকাই আগুন লাগায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসবের কেনাকাটার মরশুমে এই দুর্ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীর।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতের দিকে ওই কাপড়ের দোকানটি থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে দোকানের ভেতর থাকা মজুত কাপড়ে। বাজারে তখন প্রচুর ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় ছিল। আগুন লাগার খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে অন্যান্য দোকানদাররা তড়িঘড়ি শাটার নামিয়ে নিরাপদ স্থানে সরে যান।
দমকলের তৎপরতা: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় কোনও প্রাণহানি না ঘটলেও দোকানের বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।