বড়দিনেও কি সোয়েটার আলমারিতেই থাকবে? শীতবিলাসীদের হতাশ করল হাওয়া অফিস, জানুন ২৫ ডিসেম্বরের পূর্বাভাস

ডিসেম্বরের মাঝামাঝিও উধাও কনকনে ঠান্ডা! উৎসবের মরসুমে যখন বাঙালির নজর পারদের দিকে, তখন আবহাওয়াবিদরা শোনালেন মন খারাপ করা খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

কেমন থাকবে বড়দিনের আবহাওয়া?

  • উর্ধ্বমুখী পারদ: কলকাতায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। বড়দিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশেই থাকবে। ফলে দুপুরের দিকে রীতিমতো গরম অনুভূত হতে পারে।

  • শীতে বাধা কেন?: উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই উত্তুরে হাওয়ার পথ আটকেছে। বিপরীত দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢোকায় ঠান্ডার আমেজ ফিকে হচ্ছে।

  • বৃষ্টির সম্ভাবনা: শীত না থাকলেও স্বস্তির খবর এই যে, বড়দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।

  • উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৯-১৩ ডিগ্রির মধ্যে থাকবে, তবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ ভালোই ঠান্ডা (৬-৮ ডিগ্রি) বজায় থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy