অল্পের জন্য এক বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ বজবজ-শিয়ালদহ মালবাহী ট্রেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিট নাগাদ আকড়া স্টেশন ও নুঙ্গি স্টেশনের মাঝামাঝি নিশ্চিন্তপুর এলাকার ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইন সংলগ্ন এলাকায় রাতে একটি অনুষ্ঠান চলছিল, যেখানে প্রচুর লোকের সমাগম ছিল। অভিযোগ, সেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনের উপরে বেশ কিছু বড় পাথর রেখে দেয়।
মালবাহী ট্রেনটি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ট্রেনের চাকার সঙ্গে পাথরের সংঘর্ষে একটি বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন।
নুঙ্গি স্টেশনের স্টেশন মাস্টার সুদর্শন বাবু জানান, মালবাহী ট্রেনটি যখন ১১ নম্বর রেল ক্রসিং অতিক্রম করছিল, তখনই তাঁরা কন্ট্রোল রুমে একটি অস্বাভাবিক ঘটনার সংকেত পান। তড়িঘড়ি মালবাহী গাড়িটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের চালক ও গার্ড দ্রুত কন্ট্রোল রুমে খবর দেন। পিডব্লিউ (P.W.) দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইন পরীক্ষা করে দেখেন যে, রেললাইনের ট্র্যাকের উপরে বেশ কিছু পাথর রেখে দেওয়া হয়েছিল, যার ফলেই এই বিপত্তি।
এই ঘটনার জেরে ওই সেকশনে প্রায় ২০ মিনিট ধরে যাত্রীবাহী ট্রেন চলাচলও ব্যাহত হয়। ইচ্ছাকৃতভাবে রেললাইনে পাথর রেখে ট্রেনের গতি রোধ এবং বড় নাশকতার চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।