বঙ্গোপসাগরে ভারতের সার্বভৌমত্ব সুরক্ষিত করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন কৌশলগত নৌঘাঁটি স্থাপন করছে ভারতীয় নৌবাহিনী। হুগলি নদীর তীরে অবস্থিত হলদিয়ার এই ঘাঁটি থেকে মূলত দ্রুতগামী ইন্টারসেপ্টর ক্রাফট এবং ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটের মাধ্যমে উপকূলীয় নজরদারি চালানো হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্দরে চিনের বিনিয়োগ এবং পাকিস্তান ও চিনের নৌ-তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল নয়া দিল্লি।
হলদিয়া ঘাঁটিটি আন্দামান ও নিকোবর কমান্ডের সাথে সমন্বয় রেখে কাজ করবে, যা মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে ভারতের নিয়ন্ত্রণ আরও জোরদার করবে। শুধু সামরিক দিক থেকেই নয়, ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধারের কাজেও এই ঘাঁটি অগ্রণী ভূমিকা পালন করবে। হলদিয়ার এই নতুন পরিকাঠামো স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি পূর্ব সামুদ্রিক ফ্রন্টে ভারতকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করবে।