চিনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোউ শহরের একটি প্রতিবেশী সমিতির কর্মীরা কর্মক্ষেত্রে অভিনব উপায়ে ডিজিটাল জালিয়াতি করে কাজে ফাঁকি দিচ্ছিলেন। অফিসের প্রবেশপথে থাকা ফেসিয়াল রিকগনিশন (Facial Recognition) পদ্ধতিকে বোকা বানিয়ে অনুপস্থিতি ঢাকতে তাঁরা এই পদ্ধতি ব্যবহার করেন।
কীভাবে ঘটছিল এই জালিয়াতি?
ওই অফিসের কর্মীরা মূলত প্রশাসনের তৃণমূল স্তরে কাজ করেন এবং নিজেদের কাজের জন্য ভাতা পান। অফিসের প্রবেশপথে কর্মীদের হাজিরা নিশ্চিত করার জন্য ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি চালু ছিল।
কর্মীরা এই পদ্ধতিকে এড়ানোর জন্য এক নতুন রাস্তা বের করেন:
-
তাঁরা কোনো এক সহকর্মীর মুখের ছবি ছাপিয়েছেন।
-
নিজের মুখের আকারে সেই ছবিটি কেটে বসিয়েছেন।
-
শেষে রঙিন মাস্ক বা মুখোশের মতো সেটি ব্যবহার করে অফিসে প্রবেশ করছেন।
এভাবে একজন মানুষই বারবার বিভিন্ন অনুপস্থিত কর্মচারীর ছদ্মরূপে অফিসে প্রবেশ করতে থাকেন, যেন তাঁরা যথাসময়ে কাজে যোগ দিয়েছেন।
কীভাবে ধরা পড়ল এই ঘটনা?
এই জালিয়াতি কিছুদিন চলার পর একজন ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে কর্তৃপক্ষকে সতর্ক করেন। কর্তৃপক্ষ তখন প্রবেশপথে অন্য একটি ক্যামেরা স্থাপন করেন। নতুন ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টি ধরা পড়ে। কতজন এভাবে কাজে ফাঁকি দিয়েছেন তা জানা না গেলেও, কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দফতরের অধিকাংশই এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন।