প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে বিষ খাইয়ে খুন! এক মাসেও অধরা মূল অভিযুক্ত, বিষ্ণুপুরে ধুন্ধুমার

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল। গত ২৫ নভেম্বর কম্পিউটার সেন্টার থেকে ফেরার পথে ওই তরুণীকে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ। দীর্ঘ এক মাস কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই কলেজ ছাত্রী। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মৃতার বাবার অভিযোগ, অভিযুক্ত যুবক তাঁর প্রতিবেশী এবং দীর্ঘ দিন ধরেই মেয়েকে উত্যক্ত করত। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। ২৫ নভেম্বর অভিযুক্ত যুবক কম্পিউটার সেন্টারের সামনে ওত পেতে ছিল এবং মেয়েটিকে ভুল বুঝিয়ে বিষ খাইয়ে দেয়। রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ার পর সব জানাজানি হয়। মৃতার বাবার আরও অভিযোগ, মেয়ে হাসপাতালে থাকাকালীনও তাঁদের হুমকি দেওয়া হয়েছিল।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো পুলিশের ভূমিকা। মৃতার বাবার দাবি, ৩০ নভেম্বর এফআইআর করা হলেও আজ ২৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। অথচ মেয়ের মৃত্যুর পর ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালালে, মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। পুলিশের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ধিক্কার জানিয়েছেন। তাঁর প্রশ্ন, “১৮-১৯ বছরের একটা মেয়ে কি এ রাজ্যে স্বাধীনভাবে চলতে পারবে না? পুলিশ অপরাধীদের বদলে সাধারণ মানুষকে ধরছে কেন?”

ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার বিশপ সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত অধরা থাকায় এলাকার জনমানসে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy