ভালোবেসে ঘর বেঁধেছিলেন বছর বাইশের অনুষা। কিন্তু বিয়ের মাত্র ৮ মাসেই সব স্বপ্ন চুরমার। পণের দাবিতে স্বামী পরমেশ কুমারের অমানবিক অত্যাচারে প্রাণ হারালেন ওই তরুণী। তেলঙ্গানার ভিকারাবাদ জেলার এই নারকীয় ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। রাস্তার মাঝেই স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের সেই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
প্রতিশ্রুতি দিয়েও ফেরেননি পরমেশ: পুলিশ জানিয়েছে, পণের দাবিতে প্রায়ই অনুষার ওপর নির্যাতন চালাত ২৮ বছরের পরমেশ। অশান্তি সইতে না পেরে অনুষা বাপের বাড়িতে চলে যান। দু’দিন আগে ‘আর পণ চাইব না’—এই প্রতিশ্রুতি দিয়ে অনুষাকে ফিরিয়ে আনে পরমেশ। কিন্তু ফেরার পথেই ফের শুরু হয় ঝগড়া। মাঝরাস্তায় অনুষার পেটে লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর একটি শক্ত লাঠি দিয়ে অনুষার মাথায় একের পর এক ছয়বার সজোরে আঘাত করে পরমেশ। প্রতিবেশীরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
হাসপাতালে মৃত্যু, পুলিশের জালে অভিযুক্ত: রক্তাক্ত অবস্থায় অনুষাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জনরোষ তৈরি হয়েছে। অনুষার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরমেশ ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিহারের পর এবার তেলঙ্গানা—পণের দাবিতে একের পর এক নববধূর মৃত্যু ফের সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।