ফের একবার নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল সিলিকন সিটিতে। দক্ষিণ বেঙ্গালুরুর মাগডি শহরে এক ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তাঁর প্রেমিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। ধৃতদের মধ্যে দুজন কলেজ পড়ুয়া এবং একজন পেশায় ইলেকট্রিশিয়ান।
ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত বিকাশের সঙ্গে নির্যাতিতার সাত মাস আগে পরিচয় হয়। অভিযোগ, প্রথম দিকে তরুণী রাজি না থাকলেও বিকাশ তাঁকে জোর করে সম্পর্কে জড়াতে বাধ্য করে। এরপর শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও রেকর্ড করে রাখে বিকাশ। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েই দীর্ঘকাল ধরে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকে সে।
যেভাবে ঘটল অপরাধ: গত কয়েকদিন আগে বিকাশ ওই তরুণীকে তাঁর বন্ধু চেতনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বিকাশ, প্রশান্ত ও চেতন মিলে তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় বিবাহিত চেতনের স্ত্রী সন্তান প্রসবের জন্য বাপের বাড়িতে ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল এই তিন অভিযুক্ত।
তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য: মাগডি থানার পুলিশ সুপার শ্রীনিবাস গোডয়া জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য।
সিরিয়াল ব্ল্যাকমেইলার: জানা গিয়েছে, বিকাশ কেবল এই তরুণীকেই নয়, আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাঁদেরও গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেইল করত।
ভিডিও উদ্ধার: পুলিশ অভিযুক্তদের ফোন থেকে বেশ কিছু আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে, যা বর্তমানে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।