প্রার্থী পদ বাতিল! বালিগঞ্জ থেকে বার ডান্সার নিশার নাম সরিয়ে নিলেন হুমায়ুন কবীর

নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP) ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড় বিতর্কে জড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি নিশা চট্টোপাধ্যায়কে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু নিশা পেশায় একজন ‘বার ডান্সার’ এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু সাহসী ছবি ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নিশার নাম প্রত্যাহার করে নিলেন হুমায়ুন।

হুমায়ুন কবীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, “নিশা একজন বার ডান্সার হওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, তাই তাঁর নাম খারিজ করা হয়েছে।” তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যাকে মঞ্চে পাশে নিয়ে প্রার্থী ঘোষণা করা হল, তাঁর পেশা সম্পর্কে হুমায়ুন কি কিছুই জানতেন না? যদিও বিধায়ক দাবি করেছেন তিনি পরে খোঁজ নিয়েছেন, তবে সূত্রের খবর নিশা তাঁর পূর্ব পরিচিত ছিলেন। মূলত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোল এবং দলের অন্দরে সমালোচনার মুখে পড়েই পিছু হটেছেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর সোমবার নিজের নতুন দল ও প্রতীক ঘোষণা করেন হুমায়ুন। বেলডাঙা ও রেজিনগর থেকে নিজে লড়াই করার পাশাপাশি ১০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন তিনি। নিশার নাম সেই তালিকা থেকে বাদ পড়ায় এখন বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর খোঁজে রয়েছে জেইউপি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy