প্রলয়ঙ্করী বন্যার ক্ষত মুছে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স! ধ্বংসস্তূপের মাঝেই নতুন স্বপ্ন বুনছে ধূপগুড়ি-ময়নাগুড়ি

গত ৫ অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি আজও টাটকা। জলঢাকা নদীর প্রবল জলোচ্ছ্বাসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ধূপগুড়ি ও ময়নাগুড়ির একের পর এক সাজানো সংসার। কিন্তু ডুয়ার্সের মানুষ হার মানতে শেখেনি। ধ্বংসলীলার রেশ কাটিয়ে এখন গ্রামগুলোতে শোনা যাচ্ছে নতুন করে ঘর বাঁধার শব্দ।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রধান দিকগুলো:

  • আবারও ঘর বাঁধা: গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া সহ প্লাবিত এলাকাগুলোতে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কোথাও রাজমিস্ত্রি ইট গাঁথছেন, কোথাও বাঁশ-বেত দিয়ে তৈরি হচ্ছে মাথা গোঁজার ঠাঁই।

  • সরকারি সাহায্য: রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা হাতে পেয়েই পুরনো ভিটেতে নতুন করে স্থায়ী ছাদ গড়ার কাজ শুরু করেছে দুর্গত পরিবারগুলো।

  • অদম্য জেদ: বন্যার তোড়ে আসবাবপত্র থেকে চাষের জমি—সব হারিয়েও গ্রামবাসীদের চোখেমুখে এখন লড়াইয়ের ছাপ। এক বাসিন্দার কথায়, “বিপদ বড় ছিল ঠিকই, কিন্তু আমাদের বাঁচার ইচ্ছেটা তার চেয়েও বড়।”

  • একটু আক্ষেপ: গ্রামবাসীদের একাংশের দাবি, ক্ষতিপূরণের অঙ্ক কিছুটা বেশি হলে ঘরগুলো আরও মজবুত ও নিরাপদ করা সম্ভব হতো।

প্রকৃতির রোষে সব হারিয়েও ডুয়ার্সের এই ঘুরে দাঁড়ানোর গল্প এখন আশার আলো দেখাচ্ছে গোটা উত্তরবঙ্গকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy