পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় উৎসবে তারকা সমাগম! মুম্বইয়ের কিংবদন্তী গায়ক শাব্বির কুমার থাকছেন বিশেষ আকর্ষণ

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় আকর্ষণ, জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে নতুন বছর অর্থাৎ ১ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতোই এ বছরও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বিনোদনমূলক আয়োজন থাকছে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুম্বইয়ের কিংবদন্তী ভারতীয় প্লেব্যাক গায়ক শাব্বির কুমারের।

জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুধু পুরুলিয়ার নয়, গোটা রাজ্যের অন্যতম প্রসিদ্ধ পর্যটন উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও দর্শনার্থী এখানে ভিড় জমান। পর্যটকদের থাকার জন্য পাহাড়ের পাদদেশে সরকারি কটেজ ও যুব আবাস-এর সুবিধা রয়েছে।

পাহাড়ের পাদদেশে অবস্থিত সত্যজিৎ রায় মঞ্চে রবিবার উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এবারের ২০তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং নতুন মেলা কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি গঠন
সভায় সর্বসম্মতিক্রমে মেলা কমিটির নতুন পদাধিকারীদের নির্বাচন করা হয়:

চেয়ারপার্সন: অরূপ চক্রবর্তী (বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ)

সভাপতি: রাজীব লোচন সরেন (বান্দোয়ান বিধানসভার বিধায়ক)

সম্পাদক: তরণী বাউরি (রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান, পুনরায় নির্বাচিত)

জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সম্পাদক তরণী বাউরি জানান, “মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবছর মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে সার্বিক পরিকল্পনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নানা ধরনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বিনোদনমূলক আয়োজন রাখা হচ্ছে। পুরো পাঁচ দিনের এই উৎসবকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতেই প্রতিটি পর্বকে যত্ন সহকারে সাজান হচ্ছে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy