এক অত্যন্ত মর্মান্তিক ঘটনায় পুরুলিয়ার বলরামপুর ব্লকের কদমডি গ্রাম। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল আনুমানিক সাড়ে তিন বছর বয়সের দুই শিশুর। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনা ও উদ্ধারকার্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ হঠাৎই গ্রামের একটি খড়ের গাদায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনওভাবে আগুন লেগেছিল এবং সেই সময় ওই দুই শিশু খড়ের গাদার আশেপাশে ছিল।
আগুন জ্বলতে দেখে দ্রুত এলাকাবাসী ছুটে আসেন এবং জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। গ্রামবাসী ভরত হেমব্রম জানান, “আমরা শুধু দেখি খড়ের গাদায় আগুন লেগেছে। জল দিয়ে আগুন নেভাতে চাইছিলাম। সেই সময় শুনতে পাই একটা বাচ্চা আছে ওইখানে। ছুটে সেখানে যাই।”
আগুন নেভার পর খড়ের গাদার ভিতর থেকে গুরুতর ঝলসে যাওয়া অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করা হয়।
গ্রামবাসী মাশরাম মুর্মু বলেন, “আগুন নিভলে ভিতরে দেখতে পাই দুটো বাচ্চাকে। দুজনই মারা গিয়েছে।”
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না
গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশু দু’টি, সালেমান হেমব্রম ও আকাশ বেসরা-কে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। গ্রামের মানুষজন এখনও নিশ্চিত নন, ঠিক কী কারণে খড়ের গাদায় আগুন লাগল।