পাহাড় পেরিয়ে এবার ডুয়ার্সে অজয় এডওয়ার্ড! ২০২৬-এর আগে নয়া দলের হুঙ্কার, কাঁপছে তৃণমূল-বিজেপি

পাহাড়ের গণ্ডি ছাড়িয়ে এবার সমতলের রাজনীতিতে বড়সড় কামড় বসাতে চলল অজয় এডওয়ার্ডের নতুন রাজনৈতিক শক্তি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার মালবাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট’। পাহাড়ের দাপুটে নেতা অজয় এডওয়ার্ডের উপস্থিতিতে মালবাজার বাসস্ট্যান্ড চত্বরে এই নতুন দলের ঘোষণা কার্যত উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল। দলের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘সেতু’কে।

অনুষ্ঠানের শুরুতেই ভানুভক্ত আচার্য ও বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন অজয়। তবে দলের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় দড়ি ছিঁড়ে পতাকা পড়ে যাওয়ায় কিছুটা বিপত্তি ঘটে, যার জন্য আয়োজকরা দুঃখপ্রকাশ করেছেন। দলটির নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রাজেশ লাকড়া (সভাপতি) ও ডঃ জয় প্রফুল লাকড়ার (সহ-সভাপতি) হাতে। জনসভা থেকে শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি—উভয়কেই তীব্র নিশানা করে অজয় এডওয়ার্ড জানান, ডুয়ার্সের চা-শ্রমিকদের বঞ্চনার জবাব দিতে আগামী নির্বাচনে অন্তত ১০টি আসনে প্রার্থী দেবে তাঁদের দল। বিশেষ করে মাল, নাগরাকাটা, কালচিনি ও মাদারিহাটের মতো আসনগুলোতে লড়ার ইঙ্গিত দিয়েছে এই নতুন ফ্রন্ট। শ্রমিকদের অধিকার এবং ষষ্ঠ তফশিলের দাবিতে এবার লড়াই আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত নেতারা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy