পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ফের বিতর্কে! রেস্টুরেন্টে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের নাসিরের বিরুদ্ধে

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নাসির খানের নাম ফের একবার শ্লীলতাহানির অভিযোগে জড়াল। অভিযোগ উঠেছে, একটি রেস্টুরেন্টে নাসির খান ও জুনেদ খান নামে দুই ব্যক্তি এক মহিলাকে শ্লীলতাহানি করেছেন।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর সঙ্গীর সঙ্গে ব্যবসায়িক ডিলের জন্য রেস্টুরেন্টে এসেছিলেন। তাঁরা একই টেবিলে বসেছিলেন। আচমকা কোনো কারণে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এর পরই ওই মহিলা সাউথ থানায় নাসির খান এবং জুনেদ খানের নামে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ওই মহিলা পুলিশের কাছে জানান যে, অভিযুক্ত নাসির খানই পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত এবং অভিযোগকারিণী একে অপরের পূর্ব পরিচিত। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সাউথ থানা পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy