মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া, যার পোশাকি নাম ‘Special Intensive Revision’ বা সংক্ষেপে SIR। এই প্রক্রিয়া শুরু হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) ফের তীব্র আক্রমণ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল আতঙ্কিত বলে দাবি করে শমীক ভট্টাচার্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি নিশানা করেন।
‘প্রকাশ্যে চাকরি বিক্রির পর এবার ভোট চুরির চেষ্টা’
শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে কেবল দুর্নীতিই করেনি, এবার তারা ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরির চেষ্টা করছে। তিনি বলেন, “প্রকাশ্যে দাঁড়িয়ে একটা সরকার চাকরি বিক্রি করে দিল। এবার তারা ভোটার তালিকা নিয়েও একই চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ আর তা হতে দেবে না।”
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খুঁজছে বাংলা’
রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন। এদিন SIR প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “বাংলায় মেধা প্রতারিত হয়েছে। এখন মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে। গোটা বাংলা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ খুঁজছে।” তিনি দাবি করেন, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী।
‘SIR মানে গণভোটের শুদ্ধিকরণ’
SIR প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে শমীক বলেন, “নির্বাচন কমিশন ভোটার তালিকার শুদ্ধিকরণ শুরু করেছে। দীর্ঘদিন ধরেই বাংলার মানুষ এই দাবি জানাচ্ছিল। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট— ‘Detect and Delete’ (শনাক্ত এবং বাদ)। যারা অবৈধভাবে ভোটার তালিকায় ঢুকে পড়েছে, তাদের খুঁজে বের করে বাদ দেওয়া হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এই প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, সংবিধানের রক্ষকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে SIR নিয়ে সংঘাত আরও চরমে উঠল।