বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুর থানা এলাকা থেকে এক হৃদয়বিদারক খবর সামনে এসেছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, নাবালিকা ছাত্রীটি জেহানাবাদে পরীক্ষা দেওয়ার পর মখদুমপুর স্টেশনে ট্রেন থেকে নেমেছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় দ্রুত বাড়ি ফেরার জন্য সে স্টেশন থেকে একটি অটোরিকশা বুক করে। ছাত্রীটিকে নিয়ে অটোটি যাত্রা শুরু করলেও, কিছু দূর যাওয়ার পর চালক ভুল পথে নির্জন দিকে মোড় নেয়।
এরপর সে একটি নির্জন স্থানে অটোরিকশাটি থামিয়ে দেয় এবং নাবালিকার উপর জোর করে আক্রমণ শুরু করে। মেয়েটি চিৎকার করলেও নির্জন এলাকা হওয়ায় কেউ তার আওয়াজ শুনতে পায়নি। পৈশাচিক কাজ শেষ করার পর অভিযুক্ত অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কোনমতে নির্যাতিতা বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পরিবারের সঙ্গে সে মখদুমপুর থানায় গিয়ে অভিযুক্তের কর্মকাণ্ড পুলিশকে বলার সময় কান্নায় ভেঙে পড়ে। ভুক্তভোগী জানায়, দ্রুত বাড়ি ফেরার তাগিদেই সে অটো বুক করেছিল, কিন্তু মাঝপথে নির্জনতা দেখে চালক হঠাৎই অটো থামিয়ে রাস্তার ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মখদুমপুর থানার স্টেশন হেড দিবাকর কুমার বিশ্বকর্মা জানান, ভুক্তভোগীর বয়ান রেকর্ড করার পরই দ্রুত অভিযুক্ত অটোচালককে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম ছোটু, সে মখদুমপুর থানা এলাকার ভীমপুরা গ্রামের বাসিন্দা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে পাঠিয়েছে।