পকেটে টান! ২০২৫-এ আধার কার্ডের নিয়মে বড় বদল, নাম-ঠিকানা পাল্টাতে লাগবে বেশি টাকা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরকারি প্রকল্প—আধার ছাড়া এখন এক পা চলাও অসম্ভব। ২০২৫ সালে দাঁড়িয়ে সেই আধার কার্ডের নিয়মেই এল দুটি আমূল পরিবর্তন। ইউআইডিএআই (UIDAI) একদিকে যেমন পরিষেবার ফি বাড়িয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার্থে লঞ্চ করেছে অত্যন্ত সুরক্ষিত একটি নতুন মোবাইল অ্যাপ।

১. পকেটে বাড়তি চাপ: নতুন নিয়ম অনুযায়ী, আধার আপডেটের খরচ একধাক্কায় অনেকটা বেড়েছে। আগে বায়োমেট্রিক আপডেটের (আঙুলের ছাপ, চোখের মণি বা ছবি) জন্য ১০০ টাকা লাগত, এখন দিতে হবে ১২৫ টাকা। পাশাপাশি, নাম, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের মতো ডেমোগ্রাফিক আপডেটের ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে। সিস্টেমের আধুনিকীকরণ ও পরিষেবার মান বাড়াতেই এই সিদ্ধান্ত।

২. হাতের মুঠোয় আধার: ইউআইডিএআই ২০২৫ সালে চালু করেছে তাদের সবথেকে নিরাপদ আধার অ্যাপ। এখন আর ফিজিক্যাল কার্ড সাথে রাখার দরকার নেই, ডিজিটাল সংস্করণই সব জায়গায় গ্রাহ্য হবে। সবথেকে বড় সুবিধা হলো, এখন বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করা যাবে। এর জন্য আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ভবিষ্যতে নাম ও ঠিকানা পরিবর্তনের সুবিধাও এই অ্যাপে যুক্ত করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy