পকেটে টান পড়বে না, অথচ বাচ্চারা হবে খুশি! ওল্ড দিঘার এই পার্কে এন্ট্রি ফি কত? জানুন বিস্তারিত

দিঘা মানেই বিশাল সমুদ্র, উত্তাল ঢেউ আর ঝাউবনের ছায়া। বড়দের কাছে দিঘা যতটা রোমাঞ্চকর, ছোটদের কাছে কি ততটাই? অনেক সময়ই অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন যে বাচ্চাদের আলাদা করে কোথায় ঘোরাবেন। সেই সমস্যার সমাধান করতেই ওল্ড দিঘায় সেজে উঠেছে এক বিশেষ পর্যটন কেন্দ্র— দিঘা চিলড্রেনস পার্ক।

ওল্ড দিঘার বিখ্যাত শী হক ঘাটের একদম পাশেই এই পার্কটির অবস্থান। সমুদ্রের নোনা হাওয়ার পরশ আর মনোরম পরিবেশের মাঝে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পার্কটি তৈরি করা হয়েছে। সমুদ্রতীরে ঘুরে বেড়ানোর ফাঁকেই বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটানো যায়।

পার্কের বিশেষ আকর্ষণসমূহ:
এই পার্কটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং ছোটদের জন্য এক রঙিন পাঠশালাও বটে। পার্কের ভেতর যা যা আপনার নজর কাড়বে:

রঙিন বর্ণমালা: বাংলার বর্ণমালা দিয়ে সাজানো নানা কাঠামো ছোটদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে।

প্রিয় কার্টুন চরিত্র: মিকি মাউস থেকে ডোরেমন— জনপ্রিয় কার্টুন চরিত্রের মডেল দেখে খুদে পর্যটকরা আনন্দে আত্মহারা হবেই।

পশুপাখির ভাস্কর্য: বিভিন্ন জীবজন্তুর আদলে তৈরি সুন্দর সব ভাস্কর্য বাচ্চাদের কৌতূহল মেটাবে।

বিনামূল্যে প্রবেশ: এই পার্কের সবচেয়ে বড় পাওনা হলো এখানে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। যে কোনো সময়ে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন।

নিরাপত্তা ও বিশ্রাম
পার্কের ভেতরে বাচ্চাদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখা হয়েছে। বাবা মায়েরা যখন সমুদ্রের দৃশ্য উপভোগ করবেন বা বিশ্রাম নেবেন, তখন বাচ্চারা নির্ভয়ে এখানে খেলাধুলা করতে পারবে। বসার জন্য রয়েছে আলাদা সুব্যবস্থা।

সমুদ্রস্নান আর জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি আপনার দিঘা ট্যুর ডায়েরিতে এই চিলড্রেনস পার্কটিকে অবশ্যই যুক্ত করুন। বাড়ির ছোট সদস্যটির মুখে চওড়া হাসি ফোটাতে এই রঙিন পার্কের কোনো বিকল্প নেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy