ন্যাশনাল গার্ডে মর্মান্তিক আঘাত! গুলিবিদ্ধ সারাহর মৃত্যুতে স্তব্ধ আমেরিকা, আরেক সদস্যের অবস্থা আশঙ্কাজনক: কী হয়েছিল?

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মারা গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক খবর নিশ্চিত করেছেন।

ট্রাম্প জানান, আঘাতের কারণে ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা গিয়েছেন। ন্যাশনাল গার্ডের আহত আরেক সদস্য, ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ-এর অবস্থা এখনও আশঙ্কাজনক।

হামলাকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য
বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া দুটো নাগাদ হোয়াইট হাউসের কাছে ফারাগুট স্কোয়ারে ওই দুই ন্যাশনাল গার্ড সদস্যকে খুব কাছ থেকে গুলি করা হয়। হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তাঁর নাম রহমানুল্লাহ লাকানওয়াল (২৯)। চাঞ্চল্যকর তথ্য হলো, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে আমেরিকায় এসেছিলেন।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প সারাহ বেকস্ট্রমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ডের একজন সারাহ বেকস্ট্রম আর আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও অসাধারণ মানুষ।” হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পরে ট্রাম্প সারাহর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন।

সারাহর সামরিক জীবন
সারাহ বেকস্ট্রম ২০২৩ সালের ২৬ জুন ন্যাশনাল গার্ডে যোগ দেন। তাঁকে ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানিতে নিযুক্ত করা হয়েছিল। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস সারাহ বেকস্ট্রমের মৃত্যুর খবরে ‘পুরোপুরি ভেঙে পড়েছেন’ বলে জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy