সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার ভাই সিরাজউদ্দিন সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে এবার নতুন করে কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সংস্থাটি কলকাতা হাইকোর্টে তাদের অনুসন্ধান রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, শাহজাহানের বিরুদ্ধে প্রায় ৩০০০-এরও বেশি জমি জোর করে জবরদখলের যে অভিযোগ আনা হয়েছিল, তাতে সারবত্তা রয়েছে।
শাহজাহানের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ ছিল, সাধারণ মানুষের চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করে ফেলা। এই একাধিক অভিযোগের অনুসন্ধান রিপোর্ট হাইকোর্টে জমা পড়েছে।
যেভাবে শুরু হয় অনুসন্ধান:
রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা।
ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই তদন্ত চলাকালীনই সিবিআই আধিকারিকদের কাছে জোর করে জমি দখলের একাধিক অভিযোগ আসতে শুরু করে।
বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হলে আদালত অভিযোগগুলির সত্যতা অনুসন্ধানের নির্দেশ দেয়।
হাইকোর্টের নির্দেশেই সিবিআই ক্যাম্প করে অভিযোগ গ্রহণ করে এবং অনুসন্ধান চালায়।
সিবিআইয়ের দাবি:
সিবিআই সূত্রের দাবি, জমি দখল সংক্রান্ত প্রায় ৩০০০ অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অনুসন্ধান চালানো হয়েছে। সিবিআইয়ের দাবি, অভিযোগের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই যথাযথ প্রমাণ মিলেছে।
অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, জমি দখলের ক্ষেত্রে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নেতৃত্বে তার বাহিনী এলাকায় কাজ করত। জোর করে জমি দখলের অভিযোগের সত্যতা থাকার বিষয়টি হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে সিবিআই। এই সপ্তাহের মধ্যেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, যার ফলে শেখ শাহজাহানের আইনি জটিলতা আরও বাড়তে চলেছে।