নেতাজি ইনডোরে মমতার সভায় সাউন্ড বিপর্যয়! বিস্ফোরক ‘সাবোটাজ’ তত্ত্ব খোদ নেত্রীর মুখে

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বুথ লেভেল এজেন্টদের (BLA) গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই গুরুগম্ভীর সভার মাঝপথেই যান্ত্রিক গোলযোগের জেরে থমকে গেল মুখ্যমন্ত্রীর বক্তৃতা। আর তাতেই মেজাজ হারালেন তৃণমূল সুপ্রিমো। প্রকাশ্য মঞ্চ থেকেই প্রশ্ন তুললেন, এই ঘটনা নিছক যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনও গভীর ‘অন্তর্ঘাত’ বা ষড়যন্ত্র।

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব, ঠিক তখনই সাউন্ড সিস্টেমে গোলযোগ শুরু হয়। পিছনের গ্যালারি থেকে কর্মীরা চিৎকার করে জানান, কিছুই শোনা যাচ্ছে না। এতেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। মাইক পরিচালনাকারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এই কাজের জন্য টাকা পান, অথচ পরিষেবা দিচ্ছেন না কেন? প্রত্যেকদিন মাইক বিভ্রাট কেন হচ্ছে? এটা সাবোটাজ হচ্ছে না তো?” উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই একই জায়গায় একটি সম্মেলনেও একই সমস্যায় পড়েছিলেন তিনি।

ভর্ৎসনার হাত থেকে রেহাই পাননি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক এবং দলের আয়োজকরাও। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ভিভিআইপি সভার আগে কেন ঠিকমতো সাউন্ড চেক করা হয়নি? “পুলিশ কী করে? দেখে না কেন?”—পুলিশি অপদার্থতা নিয়ে এভাবেই তোপ দাগেন তিনি। ক্ষুব্ধ নেত্রী সাফ জানিয়ে দেন, এবার তিনি কড়া অ্যাকশন নেবেন। বেশ কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে বক্তৃতা শুরু করলেও, এদিনের ঘটনায় ভিভিআইপি নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy