রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে। মৃত শ্রমিকের নাম সঞ্জয় দাস (৩২), তাঁর বাড়ি শান্তিপুর থানার ঘোরালিয়া এলাকায়। এই ঘটনায় নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও কাজে গিয়েছিলেন সঞ্জয়। বিকেলে একটি বহুতলের উপরে উঠে কাজ করার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে তিনি ও আরও এক শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় নন্দ দাস জানান, স্থানীয় পঞ্চায়েত প্রধানের মারফত তাঁরা দুর্ঘটনার খবর পান।
নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন: মৃতের পরিবারের অভিযোগ, বহুতলে কাজ করার সময় শ্রমিকদের জন্য কোনও সেফটি বেল্ট বা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম না থাকার কারণেই এই অকাল মৃত্যু বলে দাবি তাঁদের। ঘটনার খবর পেয়েই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ওই নির্মাণস্থলে নিরাপত্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।