রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) নিয়ে নবান্ন ও নির্বাচন কমিশনের সংঘাত এক নতুন মোড় নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় নির্ধারিত নিয়মের কোনো বদল হবে না। বিশেষ করে রাজ্য সরকারের দেওয়া ‘স্থায়ী বাসিন্দা শংসাপত্র’ বা ‘ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট’ ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে কোনোভাবেই গ্রহণ করা হবে না।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও কুলপিতে রোল অবজার্ভার সি মুরুগান পরিদর্শনে গেলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই সফরকালেই ধরা পড়ে যে, বেশ কিছু বুথ লেভেল অফিসার (BLO) নির্ধারিত তালিকার বাইরে গিয়ে অতিরিক্ত নথি গ্রহণ করছেন। কমিশন স্পষ্ট করেছে, পশ্চিমবঙ্গে এসআইআর-এর ক্ষেত্রে মাত্র ১১টি নির্দিষ্ট নথিই বৈধ। এর বাইরে কোনো নথি জমা দিলে তা বাতিল হবে।
এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন যে, বিহারের ক্ষেত্রে যে নথি বৈধ বলে মানা হয়েছিল, বাংলায় কেন তা অগ্রাহ্য করা হচ্ছে? তিনি দাবি করেন, এর ফলে পরিযায়ী শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। তবে কমিশন নিজেদের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়েছে, নির্ধারিত নথির বাইরে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া এখন উত্তপ্ত।