নিজের বাড়িতেই আগুন দেওয়ার চেষ্টা! পরিবারের অভিযোগে টেক্সাসে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ছাত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফ্রিসকোতে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের গ্রেফতারিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ২২ বছর বয়সী ওই ছাত্রের নাম মনোজ সাই লেলা। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের শেষ বর্ষের ছাত্র। নিজের পরিবারের সদস্যদের ওপর মানসিক নির্যাতন চালানো এবং বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার মতো গুরুতর অভিযোগে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ: ফ্রিসকো পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে মনোজের পরিবারের সদস্যরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মনোজ শুধু পরিবারের সদস্যদের হুমকিই দেননি, বরং বাড়িতে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা করেছিলেন। তাঁর বিরুদ্ধে বসতবাড়ি এবং ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগের চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ স্পষ্ট করেছে যে, কোনও মন্দির বা গির্জায় হামলার সরাসরি প্রমাণ মেলেনি, কিন্তু তাঁর মানসিক স্থিতি এবং আচরণের ধরণ খতিয়ে দেখতে জেরা করা হচ্ছে।

তদন্তে পুলিশ: তদন্তকারীরা মনোজের সহপাঠী, অধ্যাপক এবং বন্ধুদের সঙ্গে কথা বলছেন। সম্প্রতি তিনি কোনও অসামাজিক কাজে জড়িয়ে পড়েছিলেন কি না বা কেন নিজের পরিবারের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলেন, তা জানার চেষ্টা চলছে।

ক্যালিফোর্নিয়ায় ৩০ জন ভারতীয় গ্রেফতার: অন্য এক ঘটনায়, আমেরিকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (CBP) বাহিনী। ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে তল্লাশি চালানোর সময় মোট ৪৯ জনকে ধরা হয়, যাদের মধ্যে অধিকাংশ অর্থাৎ ৩০ জনই ভারতীয়। জানা গিয়েছে, তাঁরা অবৈধ নথিপত্র দিয়ে বাণিজ্যিক চালকের লাইসেন্স নিয়ে ট্রাক চালাচ্ছিলেন। ধৃতদের মধ্যে চিন, রাশিয়া ও মেক্সিকোর নাগরিকরাও রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy