নাম-ঠিকানা-মোবাইল নম্বর সংশোধন এখন অনলাইনে! প্যান কার্ড, পাসপোর্ট দিয়ে স্বয়ংক্রিয় যাচাইকরণ, নতুন ফি কাঠামো জারি করল UIDAI

ভারতীয় নাগরিকদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ২০২৫ সালের ১ নভেম্বর থেকে আধার কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন বা আপডেট করা যাবে ঘরে বসেই, মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে। এর ফলে আধার সেবা কেন্দ্রে আর যেতে হবে না বা লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। নাম, ঠিকানা, জন্মতারিখ থেকে শুরু করে মোবাইল নম্বর—সবই এখন সহজে ও নিরাপদে অনলাইনে সংশোধন করা যাবে।আধার আপডেট প্রক্রিয়ায় নতুন নিয়ম ও স্বয়ংক্রিয় যাচাই:নতুন নিয়মে আধার সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হবে। এটিই সবচেয়ে বড় পরিবর্তন।স্বয়ংক্রিয় যাচাইকরণ: নাম বা ঠিকানার মতো তথ্য আপডেটের সময় নাগরিকদের দেওয়া সহায়ক নথি (যেমন: প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড) সরকারি ডাটাবেসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।এই প্রক্রিয়ার ফলে সময় বাঁচবে এবং তথ্যের নিরাপত্তাও নিশ্চিত হবে।নতুন ফি কাঠামো (New Fee Structure):UIDAI বিভিন্ন পরিষেবাগুলির জন্য একটি নতুন ফি কাঠামো ঘোষণা করেছে:পরিষেবাফি (টাকা)সময়সীমা/শর্তনাম, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট৭৫ টাকাঅনলাইন বা সেবা কেন্দ্রেফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা ছবি আপডেট১২৫ টাকাসেবা কেন্দ্রেশিশুদের বায়োমেট্রিক আপডেটবিনামূল্যে৫ থেকে ৭ বছর ও ১৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্যঅনলাইনে নথি আপডেট (ডেমোগ্রাফিক)বিনামূল্যে১৪ জুন ২০২৬ পর্যন্তঅনলাইনে নথি আপডেট (১৪ জুন ২০২৬-এর পর)৭৫ টাকাসেবা কেন্দ্রে করতে হবেআধার পুনর্মুদ্রণ (Aadhaar Reprint)৪০ টাকাঘরে বসে এনরোলমেন্ট সার্ভিস (প্রথম ব্যক্তি)৭০০ টাকাঘরে বসে এনরোলমেন্ট সার্ভিস (একই ঠিকানায় অতিরিক্ত প্রতিজন)৩৫০ টাকাআধার–প্যান লিঙ্ক বাধ্যতামূলক ও সময়সীমা:প্রত্যেক প্যান কার্ডধারীর জন্য ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।নিষ্ক্রিয় প্যান কার্ড আর কর সংক্রান্ত বা আর্থিক কাজে ব্যবহার করা যাবে না।এমনকি, নতুন প্যান কার্ড আবেদনেও আধার যাচাই বাধ্যতামূলক হবে।সহজীকৃত KYC প্রক্রিয়া:ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য Know Your Customer (KYC) প্রক্রিয়া আরও সরল করা হয়েছে। এখন নাগরিকরা তিনভাবে KYC সম্পূর্ণ করতে পারবেন:১. আধার OTP যাচাই২. ভিডিও KYC৩. মুখোমুখি যাচাইএর ফলে প্রক্রিয়াটি সম্পূর্ণ পেপারলেস ও সময়সাশ্রয়ী হবে।গুরুত্ব:UIDAI জানিয়েছে, এই নতুন নিয়মগুলি নাগরিকদের সময় ও পরিশ্রম দুই-ই বাঁচাবে। তবে, আধার–প্যান লিঙ্ক করার সময়সীমা মিস করলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তাই সময়মতো প্রয়োজনীয় আপডেট ও লিঙ্ক সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy