নাম কাটার আবেদন করেছিলেন? প্রশান্ত কিশোরের দ্বৈত ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট তলব কমিশনের

২০২৬ সালের ভোটের দামামা বেজে গেল। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে শুরু করা হল ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া এবং মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। এরই মাঝে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে এক গুরুতর বিতর্ক তুঙ্গে উঠেছে।

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের নাম একই সঙ্গে দু’টি রাজ্যের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে—পশ্চিমবঙ্গ ও বিহার। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তিনি কলকাতার বাসিন্দা হিসেবে এবং বিহারে তাঁর কেন্দ্র করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নিবন্ধিত।

সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা হলো ১২১, কালীঘাট রোড। এই ঠিকানাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন। সূত্রের দাবি, কলকাতা থেকে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। তা সত্ত্বেও এখনও কেন তাঁর নাম একই সঙ্গে বঙ্গ ও বিহারের তালিকায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের দু’টি রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে ভারতের নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই বিষয়ে একটি বিশদ প্রতিবেদন চাওয়া হয়েছে। কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নির্দিষ্টভাবে নাম কাটার জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদনের বর্তমান স্থিতি কী? উল্লেখ্য, একই সঙ্গে দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা আইনত নিয়ম বহির্ভূত। এখন কমিশন খতিয়ে দেখছে, এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy