নন্দীগ্রাম কেন্দ্রে অভিষেকের প্রার্থী পদ ঘিরে জল্পনা, বিজেপি নেতার ‘কুকথায়’ তীব্র বিতর্ক

নন্দীগ্রামকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন—বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমন মন্তব্যের পর থেকেই রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। আর এই জল্পনার মাঝেই এক বিজেপি নেতার বিতর্কিত ও অশালীন মন্তব্যে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহল চরমভাবে উত্তপ্ত।

বিজেপি নেতার কুকথায় তীব্র বিতর্ক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া নিয়ে জল্পনার আবহে বিজেপি নেতা প্রলয় পাল যে ‘চরম বার্তা’ এবং ‘কুকথা’ ব্যবহার করেছেন, তা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

প্রলয় পালের সেই অশালীন মন্তব্য এবং ‘চরম বার্তা’ ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

তাঁর মন্তব্যটি শালীনতার সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

সুকান্ত মজুমদারের মন্তব্যে জল্পনা বৃদ্ধি
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি মন্তব্য করেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়। এই মন্তব্যের ফলে, যে নন্দীগ্রামকে কেন্দ্র করে গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, সেই কেন্দ্রটি ফের লাইমলাইটে চলে এসেছে।

এই চাপানউতোর এবং বিতর্কিত মন্তব্যের কারণে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক আবহাওয়া এই মুহূর্তে অত্যন্ত উত্তপ্ত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy