শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরেই বড়সড় বিঘ্ন ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নদীয়া সফরে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নদীয়ার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার।
নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি কপ্টারটিকে দমদম বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর কপ্টারটি কলকাতা বিমানবন্দরেই রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফর বাতিল হচ্ছে না। সূত্রের খবর, আকাশপথে পৌঁছানো সম্ভব না হলে সড়কপথেই তাহেরপুরের জনসভায় যোগ দিতে পারেন তিনি। এই পরিস্থিতির জেরে সভার পূর্বনির্ধারিত সময়সূচিতে বড়সড় রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছেন দলীয় কর্মী-সমর্থকরা।