ভারতীয় ক্রিকেট মহলে খুশির হাওয়া! নতুন বছর শুরু হওয়ার ঠিক আগেই জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। পুত্র সন্তানের বাবা হলেন তিনি। শার্দুল ও তাঁর স্ত্রী মিতালি পারুলকারের কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান। এই খুশির খবরটি স্বয়ং শার্দুলই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আশ্চর্যের বিষয় হলো, শার্দুল বা মিতালি কেউই তাঁদের গর্ভাবস্থার খবর আগে প্রকাশ করেননি। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে শার্দুল একে তাঁদের “ছোট্ট গোপন রহস্য” বলে অভিহিত করেছেন। ২০২১ সালে বাগদান এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই দম্পতি। স্কুল জীবনের বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কের নতুন অধ্যায় এখন পূর্ণতা পেল।
মাঠের লড়াইয়ে শার্দুল বরাবরই ভারতের অন্যতম ভরসা। ১৩টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে ১৩১টি উইকেটের মালিক। আইপিএল ২০২৬-এ তাঁকে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে। আপাতত ব্যক্তিগত জীবনের এই শ্রেষ্ঠ উপহার নিয়ে মেতে রয়েছেন ঠাকুর দম্পতি।