নতুন বছরেই বিরাট ধামাকা! সস্তা হচ্ছে রান্নার গ্যাস ও সিএনজি, মোদী সরকারের সিদ্ধান্তে পকেটে সাশ্রয় সাধারণ মানুষের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আসা ‘উজ্জ্বলা’ প্রকল্প ইতিমধ্যেই দেশের কোটি কোটি পরিবারকে ধোঁয়াযুক্ত উনুন থেকে মুক্তি দিয়েছে। এবার সেই সাফল্যের পথ ধরে ২০২৬ সালের শুরুতেই দেশবাসীর জন্য আরও এক দফা বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি, ২০২৬ থেকে সারা দেশে সস্তা হতে চলেছে সিএনজি (CNG) এবং পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (PNG)।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড (PNGRB) জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোর কারণে প্রতি ইউনিটে গ্যাসের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমতে পারে। বোর্ডের সদস্য এ.কে. তিওয়ারি জানিয়েছেন, এই শুল্ক হ্রাসের ফলে সরাসরি লাভবান হবে সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং পরিবহন ক্ষেত্র।

কেন কমছে গ্যাসের দাম? (সহজ কারণ):
এতদিন গ্যাসের দাম নির্ধারণ করা হতো তিনটি ভিন্ন দূরত্বের অঞ্চলের (২০০ কিমি, ১২০০ কিমি এবং তার বেশি) ওপর ভিত্তি করে। এবার সেই জটিলতা কমিয়ে মাত্র দুটি জোন করা হয়েছে।

আগে জোন ১-এর হার যেখানে ৮০ বা ১০৭ টাকা ছিল, তা এখন যৌক্তিকভাবে কমিয়ে ৫৪ টাকা করা হয়েছে।

এই সহজ সরলীকরণের ফলেই সরাসরি প্রভাব পড়বে খুচরো বাজারে।

দেশের ৩১২টি ভৌগোলিক অঞ্চলে কর্মরত ৪০টি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) কোম্পানিকে এই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কড়া নজরদারি রাখবে যাতে কোম্পানিগুলি বাড়তি মুনাফা না করে সরাসরি গ্রাহকদেরই এই সাশ্রয়ের সুবিধা দেয়। এর ফলে: ১. গৃহবধূদের স্বস্তি: পাইপযুক্ত গ্যাস (PNG) ব্যবহারকারী পরিবারগুলির রান্নার খরচ কমবে। ২. চালকদের সুবিধা: ব্যক্তিগত গাড়ি এবং ট্যাক্সি চালকদের সিএনজি খরচ কমায় যাতায়াত হবে আরও সাশ্রয়ী।

সরকারের লক্ষ্য হলো পরিবেশবান্ধব প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি করা। রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা চলছে যাতে ভ্যাট (VAT) কমিয়ে গ্যাসের দাম আরও কমানো যায়। সরকারি ও বেসরকারি কোম্পানিগুলি যৌথভাবে দেশজুড়ে গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যাতে পরিষ্কার শক্তি সবার নাগালের মধ্যে আসে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আমজনতার রান্নাঘর ও যাতায়াতের বাজেটে বড়সড় রিলিফ দিতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy