নতুন চাকরি পেয়েই এই ভুল করছেন না তো? অজান্তেই হাতছাড়া হতে পারে লক্ষ লক্ষ টাকা!

কেরিয়ারে উন্নতি কার না ভালো লাগে? নতুন চাকরি, বড় পদ আর মোটা মাইনে—সব মিলিয়ে খুশির আমেজ। কিন্তু এই সাফল্যের আবহে অনেক চাকুরিজীবীই একটি মারাত্মক ভুল করে বসেন, যা তাঁদের ভবিষ্যতের সঞ্চয়ে বড়সড় কোপ বসাতে পারে। নতুন সংস্থায় যোগ দিয়েই অনেকে তাঁদের পুরনো ইপিএফও (EPFO) অ্যাকাউন্টটি বন্ধ করে দেন বা টাকা তুলে নেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি একেবারেই সঠিক পদক্ষেপ নয়।

মনে রাখবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোনো অতিরিক্ত অর্থ নয়, এটি আপনার কষ্টার্জিত সঞ্চয় যা এতদিন সরকারের কাছে জমা ছিল। আপনি যদি পুরনো অ্যাকাউন্টটি বন্ধ না করে নতুন চাকরির অ্যাকাউন্টের সাথে লিঙ্ক বা ট্রান্সফার করেন, তবে আপনার জমানো টাকার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া বজায় থাকবে। বর্তমানে ইপিএফও বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে, যা যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের (FD) তুলনায় অনেকটাই বেশি।

হিসাব বলছে, আপনার বয়স যদি এখন ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হয়, তবে অবসরের আগে আপনার হাতে আরও প্রায় ২৫-৩০ বছর সময় রয়েছে। এই দীর্ঘ সময়ে আপনার পুরনো অ্যাকাউন্টের টাকাটি যদি পড়েও থাকে, তবে সুদে-আসলে তা এক বিশাল অঙ্কে পরিণত হবে। তাই হুজুগে পড়ে অ্যাকাউন্ট বন্ধ না করে সেটি সচল রাখুন। আপনার অবসরের দিনগুলোতে এই ছোট্ট সিদ্ধান্তই আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy