ধূপগুড়িতে বড় ধাক্কা বিজেপির! মহুয়া গোপের হাত ধরে ডজন ডজন কর্মীর যোগদান, মাস্টারস্ট্রোক তৃণমূলের।

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির গড়ে থাবা বসাল তৃণমূল কংগ্রেস। ২০টি পরিবারের প্রায় ১০০ জন সক্রিয় কর্মী বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিলেন।

কালাচাঁদ পাড়ায় আয়োজিত একটি বড় যোগদান সভায় জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এদিনের কর্মসূচিতে জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরজাহান বেগমও উপস্থিত ছিলেন। দলবদলু কর্মী অরুণ সরকার ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বিজেপির নীতি ও আদর্শ আমাদের ভালো লাগছিল না, তাই উন্নয়নের শরিক হতে আমরা সপরিবারে তৃণমূলে এলাম।”

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির যে একাধিপত্য ছিল, তাতে চিড় ধরল এই গণ-দলবদলের ঘটনায়। তৃণমূল নেতৃত্ব দাবি করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও উন্নয়নের কর্মযজ্ঞ দেখেই মানুষ ঘাসফুল শিবিরের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ভোটের আগে ধূপগুড়িতে এই শক্তিক্ষয় বিজেপির সাংগঠনিক ভিতকে অনেকটাই নাড়িয়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy