দুইবার গ্র্যাচুইটি না কি টাকা কাটা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নিয়মে আমূল বদল!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি কেবল একটি থোক টাকা নয়, এটি অবসরের পরের দিনগুলির আর্থিক নিরাপত্তা। কিন্তু কেউ যদি কর্মজীবনে একাধিক সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, তবে তিনি গ্র্যাচুইটি ঠিক কীভাবে পাবেন? এই বিভ্রান্তি কাটাতে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ ‘জাতীয় পেনশন ব্যবস্থা’ (NPS)-এর আওতাভুক্ত কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। ‘CCS সংশোধনী বিধি ২০২৫’-এর ৪এ নিয়ম অনুযায়ী, দ্বিগুণ সুবিধা পাওয়ার পথ বন্ধ করা হয়েছে। অর্থাৎ, একবার গ্র্যাচুইটি নিয়ে অবসর নেওয়ার পর পুনরায় একই বিভাগে নিযুক্ত হলে দ্বিতীয় মেয়াদে আর গ্র্যাচুইটি মিলবে না।

তবে স্বস্তির খবর রয়েছে সেইসব কর্মীদের জন্য যারা রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU) বা রাজ্য সরকার থেকে যথাযথ অনুমতি নিয়ে কেন্দ্রীয় চাকরিতে যোগ দিয়েছেন। তাঁরা উভয় ক্ষেত্র থেকেই গ্র্যাচুইটি পাবেন, কিন্তু তার একটি ঊর্ধ্বসীমা থাকবে। তাঁদের মোট প্রাপ্ত গ্র্যাচুইটি কোনোভাবেই সেই পরিমাণের বেশি হবে না, যা তিনি দীর্ঘকাল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারে কাজ করলে পেতেন। অন্যদিকে, প্রাক্তন সেনাকর্মীদের জন্য রয়েছে লটারি! সামরিক বাহিনীতে কাজের পর সিভিল সার্ভিসে যোগ দিলে তাঁদের গ্র্যাচুইটির ওপর কোনো ‘সীমা’ থাকবে না। অর্থাৎ সেনাবাহিনী থেকে পাওয়া গ্র্যাচুইটির কারণে তাঁদের সিভিল সার্ভিসের গ্র্যাচুইটি থেকে এক টাকাও কাটা যাবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy