দিল্লি বিস্ফোরণকাণ্ডে এবার NIA-এর নিশানায় ‘স্থানীয় মদতদাতারা’! কাশ্মীর-উত্তরপ্রদেশ-হরিয়ানা জুড়ে পাঁচটি শহরে মেগা তল্লাশি

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে গতি এনেছে। এবার তদন্তকারী আধিকারিকরা এই নাশকতার পিছনে থাকা স্থানীয় মদতকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

পাঁচটি জায়গায় জঙ্গি মডিউল?

ইতিমধ্যেই এনআইএ জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার পাঁচটি শহরে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে লখনউ, কানপুর, ফরিদাবাদ, সহারনপুর এবং জম্মু-কাশ্মীর। তদন্তকারী সূত্র জানিয়েছে, এই পাঁচটি জায়গাকেই জঙ্গি মডিউলের মূল ঘাঁটি বা ‘বেস’ বলে সন্দেহ করা হচ্ছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত চিকিৎসক শাহীন সইদকে ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার পুনর্নিমাণের জন্যই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং বিস্তারিত জেরা করা হয়। সূত্রের খবর, এরপর শাহীনকে আবার লখনউ এবং কানপুরে নিয়ে যাওয়া হবে।

তদন্তকারী সংস্থা এখন ‘ডক্টর টেরর মডিউল’-কে কারা স্থানীয়ভাবে মদত দিতেন, কোথা থেকে সমস্ত সাহায্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা আসত, সেই সমস্ত স্থানীয় ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy