সাইবার অপরাধ রুখতে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি, গুরগাঁও, জয়পুর ও গাজিয়াবাদে একযোগে অভিযান চালিয়ে ৯ জন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রটি মূলত ‘মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ (ভাড়াটে অ্যাকাউন্ট) সরবরাহ করত, যার মাধ্যমে জালিয়াতির টাকা লেনদেন করা হতো। অভিযুক্তরা পার্ট-টাইম চাকরির টোপ দিয়ে বা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিত।
তদন্তে জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ৯৩ হাজার টাকা খুইয়ে অভিযোগ জানানোর পর পুলিশ সক্রিয় হয়। ধৃতরা সাধারণ মানুষের নামে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের কিট ও সিম কার্ড কমিশনের বিনিময়ে বড় প্রতারক দলের কাছে বিক্রি করত। হাতানো টাকা তারা ক্রিপ্টোকারেন্সিতে (USDT) রূপান্তর করে পাচার করত। উদ্ধার হয়েছে ৮টি মোবাইল ফোন ও সিম কার্ড।