বিজয় দিবস উপলক্ষে দিল্লির বুকে কি ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীকে এই দুই নেতার ম্যুরাল উন্মোচন করতে দেখা যাচ্ছে। কিন্তু অনুসন্ধানে জানা গিয়েছে, এই খবর ও ছবি দুই-ই সম্পূর্ণ ভুয়ো।
ভাইরাল এই ছবিটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি। ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা গিয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী ভারত সফরেই নেই; তিনি ১৫ ডিসেম্বর থেকে ওমান, জর্ডান ও ইথিওপিয়া সফরে ব্যস্ত। এছাড়া ছবির ম্যুরালে হিন্দিতে বানান ভুল (শেখ-এর জায়গায় ‘শীখ’) থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে এটি প্রযুক্তির কারসাজি। হাইভ মডারেশন ও অন্যান্য এআই ডিটেক্টর টুলও নিশ্চিত করেছে যে ছবিটি আসল নয়। ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্মৃতিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হলেও, দিল্লিতে এই ধরণের কোনও ম্যুরাল এদিন উদ্বোধন করা হয়নি।