পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খান-কে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দিন দু’য়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে (যদিও এর সত্যতা যাচাই করা হয়নি)। এই পরিস্থিতিতে রাওয়ালপিণ্ডির জেলের সামনে ইমরানের বোনদের প্রতিবাদ ও পুত্রের উদ্বেগজনক পোস্ট ঘিরে জল্পনা আরও বাড়ছে।
এই আবহে, এক বছর আগে একটি ব্রিটিশ দৈনিকে লেখা ইমরানের একটি বিস্ফোরক Op-ed নতুন করে ছড়িয়ে পড়েছে।
মৃত্যু নিয়ে ইমরানের পুরনো মন্তব্য:
২০২৪ সালের ২ মে একটি ব্রিটিশ দৈনিকে লেখা সেই Op-ed-এ ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর দলকে রাজনৈতিক পরিবেশ থেকে মুছে ফেলার অভিযোগ আনেন। এরপরই তিনি দাবি করেন, তাঁর কিছু হলে মুনির দায়ী থাকবেন।
ইমরান লিখেছিলেন, “সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন তাদের শুধু আমাকে হত্যা করা বাকি আছে। আমি প্রকাশ্যে বলেছি যে আমার বা আমার স্ত্রীর কিছু হলে, জেনারেল আসিম মুনির দায়ী থাকবেন। কিন্তু আমি ভীত নই, কারণ আমার বিশ্বাস দৃঢ়। আমি দাসত্বের চেয়ে মৃত্যুকে বেশি প্রাধান্য দেব।”
ছেলের উদ্বেগ ও পরিবারের অভিযোগ:
গত আগস্ট মাস থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন। তাঁর পরিবার অভিযোগ করছে, একমাসের বেশি সময় ধরে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। যদিও জেল কর্তৃপক্ষ তাঁর সুস্থতার দাবি করেছে।
‘জেলে ইমরানের মৃত্যু হয়েছে’, এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আদিয়ালা জেলের বাইরে অবস্থান নেন তাঁর সমর্থকরা। পুত্র কাসিম খানও বাবার মুক্তির দাবিতে সরব হয়েছেন। কাসিম লিখেছেন, “গত ছয় সপ্তাহ ধরে, তাঁকে মৃত্যু-কারাগারে রাখা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, তাঁর বোনদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কোনও ফোন কল করা যাচ্ছে না, কোনও মিটিং নেই এবং এমনকী তাঁর সুস্থতার কোনও খবর নেই। কোনওভাবেই আমি বা আমার ভাই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।”