দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নেওয়া এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতার গিরিশ পার্কে। বুধবার রাতে মধু রায় লেনের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের নাম সৌমাদিত্য কুণ্ডু।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, সৌমাদিত্য গত এক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছিলেন। বুধবার বিকেল চারটে নাগাদ তিনি গিরিশ পার্কের বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
রহস্যময় ট্যাবে লেখা ‘Lost’
পরিবার সূত্রে খবর, বিকেল থেকে বারবার ফোন করেও ছেলের সাড়া পাননি সৌমাদিত্যের বাবা-মা। ফোন না ধরার কারণে তাঁরা উদ্বিগ্ন হয়ে গিরিশ পার্কের বাড়িতে পৌঁছান। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা সৌমাদিত্যের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই গিরিশ পার্ক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, যুবকের কাছ থেকে একটি ট্যাবলেট (ট্যাব) পাওয়া গেছে, যেখানে বড় করে ‘Lost’ লেখা ছিল। ছেলের এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণই বুঝতে পারছেন না বাবা-মা। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সৌমাদিত্যের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।