“তৃণমূল মানেই চোর, প্রবেশ নিষিদ্ধ!” অশোকনগরে বাড়ির সামনে পোস্টার সেঁটে তুলকালাম বিজেপি কর্মীর

বাড়ির সদর দরজায় সেলোটেপ দিয়ে আটকানো সাদা কাগজ। আর তাতে বড় বড় অক্ষরে লেখা— “এই বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তৃণমূল মানেই ধান্দাবাজ, চোর।” উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রকেট মোড় এলাকায় এক যুবকের এই পোস্টার ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে।

শুভম রায় নামে ওই যুবক এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। শুভমের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর বাড়ির টাকা আটকে রেখেছে পুরসভা। তাঁর দাবি, পুজোর দশমীর দিন তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শুভম বলেন, “আমি বিজেপি করি এবং হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত বলেই আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং টাকা আটকে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।” যদিও স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, ওই যুবক এলাকায় কারোর সঙ্গে সুসম্পর্ক রাখেন না এবং নেশাগ্রস্ত অবস্থায় এসব করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক পারদ চড়ছে অশোকনগরে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy