বছরের শেষলগ্নে বাংলার রাজনীতিতে বড়সড় ঝোড়ো ইনিংস খেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যকে সামনে রেখে এবার অল-আউট গেমে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ ডিসেম্বর ১ লক্ষ নেতা-কর্মীকে নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকের আগে আজ, শুক্রবার প্রায় ৫ হাজার বাছাই করা সক্রিয় কর্মীর সঙ্গে জরুরি বৈঠক সারছেন তিনি। এই বৈঠকের মূল মন্ত্র— ‘উন্নয়নের পাঁচালি’।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত সাড়ে ১৪ বছরের সাফল্য এবং জনমুখী প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই এখন তৃণমূলের পাখির চোখ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছে এই বিশেষ ‘রিপোর্ট কার্ড’, যার নাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’। পাড়া, গলি, গ্রাম কিংবা শহর— সর্বত্র এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য একটাই, মানুষের কাছে গিয়ে সরাসরি সরকারের কাজের খতিয়ান তুলে ধরা এবং কেন্দ্র-রাজ্য সংঘাতের প্রকৃত চিত্রটি স্পষ্ট করা।
আজকের বৈঠক থেকে বিজেপি বিরোধী সুর আরও চড়াতে পারেন অভিষেক। বিশেষ করে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বঞ্চনা, প্রাপ্য টাকা আটকে রাখা এবং সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রাজ্য সরকারি তহবিল থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই প্রচারকেই হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির। অভিষেকের কড়া বার্তা— ‘বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে দিতে হবে’।
সূত্রের খবর, এই প্রচার কর্মসূচি তদারকি করতে খুব শীঘ্রই জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র একই সুরে প্রচার চালানোর রণকৌশল স্থির করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর আগে সংগঠনকে একেবারে তৃণমূল স্তরে চাঙ্গা করতেই বছরের শেষে এই হাই-ভোল্টেজ বৈঠকের ডাক দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।