একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এগরার ৯ জন দাপুটে নেতা দলীয় পদ থেকে গণইস্তফা দিলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে চাঞ্চল্য ছড়িয়েছেন তাঁরা।
এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক মহলের ধারণা, এই গ্রেফতারির জেরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতৃত্ব। অন্ততকুমার পাহাড়ি, কমললোচন খাটুয়াসহ পদত্যাগী নেতারা জানিয়েছেন, তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পদের অমর্যাদা করতে চান না, তাই সাধারণ কর্মী হিসেবেই থাকবেন। এই নিয়ে বিজেপি কটাক্ষ করে জানিয়েছে, “তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, তাই হার নিশ্চিত জেনেই পলায়ন শুরু হয়েছে।” ভোটের আগে এই ভাঙন মেদিনীপুরে তৃণমূলের শক্তিক্ষয় কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।