শনিবার নদিয়ার তাহেরপুরে সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে কলকাতার রাজভবন থেকে মাত্র ১৫ মিনিটের ভার্চুয়ালি ভাষণে সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মঞ্চে যা বলা হয়নি, বাংলা ছাড়ার আগে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে সেই ‘অধরা’ কথাগুলোই সপাটে লিখে গেলেন তিনি। তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রী একে ‘মহাজঙ্গলরাজ’ বলে অভিহিত করেছেন।
মোদীর নিশানায় ছিল আবাস যোজনা থেকে শুরু করে অনুপ্রবেশকারী ইস্যু। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার বাংলার জন্য ৫২ লক্ষ ঘর দিলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বহু মানুষ বঞ্চিত। স্বাস্থ্যসাথীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আয়ুষ্মান ভারতের পক্ষে সওয়াল করেন। পাশাপাশি, যুবভারতীতে মেসির ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়েও ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ফুটবলপ্রেমী রাজ্যকে শুধুমাত্র তৃণমূলের জন্য অপমানিত হতে হল।”
মতুয়া ও নমঃশূদ্রদের আশ্বস্ত করে মোদী লেখেন, “মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, নাগরিকত্ব আইন তাঁদের সম্মানের অধিকার দিয়েছে।” অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় বিজেপির সরকার এলে এই বিকাশ আরও দ্রুত হবে। তোলবাজি ও কাটমানির সংস্কৃতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।