তৃণমূলের ‘ঘরশত্রু’ এবার প্রকাশ্য যুদ্ধে! নতুন দল ঘোষণা করেই চরম হুঁশিয়ারি বিধায়কের

দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে সোমবার রাজনীতির ময়দানে নতুন ধামাকা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আত্মপ্রকাশ করল তাঁর নতুন রাজনৈতিক দল— ‘জনতা উন্নয়ন পার্টি’। আর দল ঘোষণার প্রথম দিনেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন তিনি।

মঞ্চ থেকে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় হুমায়ুন দাবি করেন, বর্তমান শাসকদলের অন্দরেই পচন ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের একাধিপত্য খর্ব করাই তাঁর মূল লক্ষ্য। একের পর এক বিস্ফোরক মন্তব্যে তিনি শাসকদলের তীব্র সমালোচনা করেন। রাজনৈতিক মহলের মতে, মালদহ ও মুর্শিদাবাদে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতেই হুমায়ুন এই পরিকল্পনা করেছেন। নতুন দল গড়ার পরেই তাঁর এই চরম হুঁশিয়ারি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy