তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ২০২৬-এর লক্ষ্যে বড় চাল!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক নতুন সমীকরণের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মুর্শিদাবাদের মির্জাপুর মোড়ের জনসভা থেকে আত্মপ্রকাশ করতে চলেছে ‘জনতা উন্নয়ন পার্টি’।

হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁর এই নতুন দলের দরজা তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তির জন্য খোলা থাকবে। আজ দুপুর ১টার মেগা সমাবেশ থেকে দলের পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন তিনি। সূত্রের খবর, নিজের দলের জন্য নির্বাচন কমিশনের কাছে ‘টেবিল’ প্রতীকটিই প্রথম পছন্দ হিসেবে চেয়েছেন হুমায়ুন। এর আগে ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সময়ও তাঁর এই প্রতীকটিই ছিল। তবে দ্বিতীয় পছন্দ হিসেবে ‘জোড়া গোলাপ’ প্রতীক চাইবেন বলেও জানিয়েছেন তিনি।

আসন সংখ্যা এবং লক্ষ্যমাত্রা নিয়ে হুমায়ুন কবিরের দাবি রীতিমতো চাঞ্চল্যকর। তিনি জানান, ২০২৬-এর নির্বাচনে অন্তত ১৮২টি আসনে তাঁরা প্রার্থী দেবেন, প্রয়োজনে ২৯৪টি আসনেই লড়বেন। তাঁর বিশ্বাস, অন্তত ৯০টি আসনে জয়ী হয়ে তাঁর দলই রাজ্যে পরবর্তী সরকার গঠনের নির্ণায়ক শক্তি বা ‘কিং মেকার’ হয়ে উঠবে। মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসানোর আশঙ্কার মাঝেও হুমায়ুন কবীর স্পষ্ট করেছেন, তাঁর ৭৫ জনের রাজ্য কমিটিতে অন্তত ২০ শতাংশ হিন্দু নেতৃত্ব থাকবেন। দলের পতাকাও হবে জাতীয় পতাকার রঙের আদলে। রাজনৈতিক মহলের মতে, ২০২১-এ নওশাদ সিদ্দিকির আইএসএফ-এর মতোই হুমায়ুন কবিরের এই পদক্ষেপ শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy