তিল তিল করে শেষ হচ্ছে বাংলাদেশ! বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে আগুন, জীবন্ত পুড়ে মরল ৭ বছরের শিশু

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় চলা আগুনের লেলিহান শিখা এবার কেড়ে নিল এক নিষ্পাপ প্রাণ। লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে শুক্রবার গভীর রাতে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, যখন পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন পরিকল্পিতভাবে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশা আক্তার জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বয়ং বিএনপি নেতা এবং তাঁর আরও দুই কিশোরী কন্যা—স্মৃতি (১৪) ও বীথি (১৭)। বর্তমানে তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিএনপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে। নৈরাজ্যের চরম সীমায় পৌঁছানো বাংলাদেশে এখন নিজ গৃহেই সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা কতটা অসুরক্ষিত, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy