ইঞ্জিনিয়ারিংয়ের বইখাতার মাঝেই লুকিয়ে এক বিরল শিল্পীসত্ত্বা। বাঁকুড়া জেলার বড়জোড়ার বাসিন্দা অর্পিতা সমাদ্দার তাঁর সৃজনশীলতায় তাক লাগিয়ে দিয়েছেন নেটদুনিয়াকে। ফেলে দেওয়া তালের আঁটির ওপর তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী কিংবা প্রেমানন্দ মহারাজের মুখমণ্ডল। কাগজ বা ক্যানভাস নয়, অর্পিতার তুলি চলে জীবন্ত কচুপাতা, পদ্মপাতা, আম এমনকি জবা ফুলের পাঁপড়িতেও।
দুর্গাপুর আইটিআই কলেজের মেধাবী ছাত্রী অর্পিতা কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই সোশ্যাল মিডিয়া দেখে শিখেছেন পেন্টিং ও ক্লে-আর্ট। কাশফুলের ওপর তাঁর আঁকা মা দুর্গার ছবি ইতিমধ্যেই ভাইরাল। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি বর্তমানে এলাকার প্রায় ৪০ জন পড়ুয়াকে বিনামূল্যে আঁকা শেখাচ্ছেন। ফেলে দেওয়া জিনিসকে প্রাণ দেওয়া এই তরুণীর প্রতিভা দেখে মুগ্ধ প্রতিবেশী থেকে শিক্ষক— সকলেই।