তালিকায় জ্বলজ্বল করছে নাম, কিন্তু মানুষটাই নেই! SIR আতঙ্কে প্রাণ গেল যুবকের, খসড়া লিস্ট আসতেই কান্নার রোল রাজাপুরে

ভয়ংকর এক ট্র্যাজেডি! ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভুয়ো আতঙ্ক’ প্রাণ কেড়ে নিল এক যুবকের। খসড়া তালিকায় নিজের নাম থাকবে না— এই ভয়েই আত্মঘাতী হয়েছিলেন রাজাপুরের জাহির মাল। অথচ মঙ্গলবার কমিশন যে তালিকা প্রকাশ করল, সেখানে সসম্মানে জ্বলজ্বল করছে তাঁর নাম। তালিকায় নাম থাকলেও পৃথিবীতে নেই জাহির, যা দেখে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।

রাজাপুর থানার খলিসানি পঞ্চায়েতের ৭ নম্বর বুথের বাসিন্দা ছিলেন জাহির মাল। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই এসআইআর (SIR) এবং এনআরসি (NRC) সংক্রান্ত নানা ভুয়ো খবর মোবাইলে দেখতেন তিনি। যেহেতু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না, তাই জাহির ভেবেছিলেন তাঁকে ‘বাংলাদেশি’ দেগে দিয়ে দেশছাড়া করা হবে। পাড়ার চায়ের দোকান থেকে বাজার— সর্বত্র এই আলোচনা শুনে চূড়ান্ত মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি।

জাহিরের মা রাবিয়া বিবি কান্নায় ভেঙে পড়ে বলেন, “ওকে বারবার বুঝিয়েছিলাম, তোর নাম না থাকলেও তোর বাবা-মায়ের নাম তো আছে! তোর কিছু হবে না। কিন্তু ও কারও কথা শোনেনি।” স্ত্রী রোজিনাও জানান, সারাদিন মোবাইল ঘেঁটে দুশ্চিন্তা করতেন জাহির। গত কয়েকদিন আগে সেই আতঙ্ক থেকেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।

মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, জাহির মালের নাম বাদ পড়েনি। তবে যেহেতু তিনি মারা গিয়েছেন, তাই নিয়ম অনুযায়ী তালিকার পাশে তাঁকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে আশঙ্কায় জাহির নিজের স্ত্রী ও তিন সন্তানকে অথৈ জলে ভাসিয়ে চলে গেলেন, সেই আশঙ্কাই শেষ পর্যন্ত ভিত্তিহীন প্রমাণিত হলো।

এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, ভোটার তালিকা নিয়ে অকারণ আতঙ্ক কত বড় বিপদ ডেকে আনতে পারে। কমিশন বারবার স্পষ্ট করেছে যে, ২০০২ সালে নাম না থাকা মানেই কেউ বিদেশি নয়। নথিপত্র থাকলে সবাই ভারতের বৈধ নাগরিক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ফেক নিউজ বা উস্কানিমূলক খবরে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy