তামিলনাড়ুতে ভোটার তালিকায় মহাপ্রলয়! এক ধাক্কায় বাদ পড়ল ৯৭ লক্ষ নাম, শোরগোল দেশজুড়ে

ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় তামিলনাড়ুতে এক নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার, ১৯ ডিসেম্বর প্রকাশিত সমন্বিত খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৯৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে গত ২৫ অক্টোবর যেখানে ভোটারের সংখ্যা ছিল ৬.৪১ কোটি, তা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৫.৪৩ কোটিতে।

কেন বাদ পড়ল এত নাম? মুখ্য নির্বাচন আধিকারিক অর্চনা পট্টনায়কের দেওয়া তথ্য অনুযায়ী, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এই কঠোর পদক্ষেপ। বাদ পড়া ৯৭ লক্ষ নামের ব্যবচ্ছেদ করলে দেখা যাচ্ছে:

২৬,৯৪,৬৭২ জন ভোটার মৃত।

৬৬,৪৪,৮৮১ জন ভোটার সংশ্লিষ্ট এলাকা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন।

৩,৩৯,২৭৮ জন ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল।

শহরভিত্তিক ভোটার ছাঁটাইয়ের চিত্র:

চেন্নাই: রাজধানী চেন্নাইতেই সবচেয়ে বড় কোপ পড়েছে। এখানে ১৪.২৫ লক্ষ নাম বাদ যাওয়ায় ভোটার সংখ্যা ৪০ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ২৫.৭৯ লক্ষে।

কোয়েম্বাটোর: এই জেলায় বাদ পড়েছে ৬.৫০ লক্ষ নাম।

কাঞ্চিপুরম: তালিকা থেকে সরানো হয়েছে ২.৭৪ লক্ষ ভোটারকে।

ডিন্ডিগুল ও কারুর: ডিন্ডিগুলে ২.৩৪ লক্ষ এবং কারুরে প্রায় ৮০ হাজার নাম বাতিল করা হয়েছে।

কমিশনের আশ্বাস: মুখ্য নির্বাচন আধিকারিক অর্চনা পট্টনায়ক স্পষ্ট জানিয়েছেন, শোলিঙ্গানাল্লুর ও পল্লভরমের মতো কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো নামই যথেচ্ছভাবে বাদ দেওয়া হয়নি। মৃত বা স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করতেই মূলত এই বিশাল কর্মযজ্ঞ চালানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy