নতুন বছরের শুরু মানেই চারিদিকে চড়া মিউজিক আর ডিজের দাপট। কিন্তু এবার সেই চেনা ছক ভেঙে একেবারে ভিন্ন ধাঁচে নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে লাল মাটির দেশ পুরুলিয়া। বাঘমুন্ডি ব্লকের কুহুবুরু পাহাড়ের কোলে অবস্থিত এক নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে চলছে এক অভিনব প্রস্তুতি। এখানে আধুনিক ডিজের বদলে পর্যটকদের জন্য থাকছে পুরুলিয়ার নিজস্ব লোকসংস্কৃতির ছোঁয়া।
থার্টি ফার্স্ট নাইটের রাতে এখানে কোমর দুলবে না বিদেশি গানের তালে, বরং পাহাড়তলির নির্জনতায় মেতে উঠবে ছৌ নাচ, ঝুমুর গান আর বাউলের সুরে। বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার জানান, “পর্যটকেরা সাধারণত পুরুলিয়ায় আসেন মাটির গন্ধ আর আদিম লোকসংস্কৃতির টানে। ডিজে পার্টি তো কলকাতা বা অন্য বড় শহরে হামেশাই হয়। তাই আমরা চেয়েছি পর্যটকদের একদম অন্যরকম এবং মাটির কাছাকাছি একটি অভিজ্ঞতা দিতে।”
ইতিমধ্যেই এই অভিনব বর্ষবরণকে ঘিরে পর্যটকদের মধ্যে তুঙ্গে উৎসাহ। কুহুবুরু পাহাড়ের কোলে প্রকৃতির শান্ত পরিবেশে লোকশিল্পীদের সাথে এই উৎসব পালন হবে এক অনন্য প্রাপ্তি। যারা যান্ত্রিক শহর থেকে দূরে একটু শান্তিতে এবং ঐতিহ্যের ছোঁয়ায় ২০২৬ সালকে বরণ করে নিতে চান, তাদের জন্য এই আয়োজন হয়ে উঠতে পারে জীবনের সেরা বর্ষবরণ।