বীরভূমের রামপুরহাটে দলীয় সভায় যোগ দেওয়ার পথে চরম বিভ্রাটের মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিমান মন্ত্রক তথা ডিজিসিএ (DGCA)-র অনুমতি না মেলায় দীর্ঘক্ষণ বেহালা ফ্লাইং ক্লাবে আটকে রইলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে মিলল ওড়ার ছাড়পত্র।
ঘটনাটি কী? তৃণমূল সূত্রে খবর, শনিবার বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি না দেওয়ায় দুপুর দেড়টা পর্যন্ত কপ্টারের অপেক্ষাতেই বসে থাকতে হয় তাঁকে। কেন এই অনুমতি দিতে দেরি হলো, সে বিষয়ে ডিজিসিএ-র তরফে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
হেমন্ত সোরেনের কপ্টারে যাত্রা: বিভ্রাট এখানেই শেষ নয়। জানা গেছে, অভিষেকের জন্য নির্ধারিত হেলিকপ্টারটিকে শেষ পর্যন্ত উড়তে দেওয়া হয়নি। উপায় না দেখে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্য বরাদ্দ হেলিকপ্টারে করে দুপুর আড়াইটে নাগাদ রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিলম্বের কারণে বীরভূমের কর্মসূচির সময়সূচিতেও বড়সড় পরিবর্তন ঘটাতে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। আকাশপথের এই ‘বাধা’ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ঘাসফুল শিবির।